
Chabir Name Pathbhaban
Written By
Rimpi
₹ 160.00
₹ 200.00
Available: 19
মানুষকে সম্ভবত সবচাইতে বেশি টানে তার ফেলে আসা দিনগুলো। তখন চলার পথে খেলাচ্ছলে যেসব নুড়ি-পাথর সে কুড়িয়েছিল, আজকের রোদে সেসবই হয়ে ওঠে অলীক চকমকি, যাদের গায়ে গা লেগে স্মৃতির ফুলকি বাতাসে জোনাকির মতো উড়ে বেড়ায়। রিম্পি’র এই সংকলন সেইসব জোনাকিদের জাদুঘর, এ-কথা বললে ভুল হবে না। বাঙালির গত কয়েক দশকের জীবনে, চর্চায়, আবহে শান্তিনিকেতন ঘুরে ফিরে এসেছে নানাভাবে। সমষ্টিযাপন থেকে ব্যক্তির অলিন্দে তার আলো এসে পড়েছে নানান নকশার জাফরি নিয়ে। রিম্পি তাঁর নিপুণ লেখার আল্পনায় নিজের বেড়ে ওঠার সময়কে, তাঁর পাঠভবনের দিনকালকে এঁকে নিয়েছেন ছবিরই মতো, তাই এ-বই সার্থকনামা বৈকি। বয়সে তিনি আনকোরা হলেও, তাঁর মধ্যে এক পরিণত অতীতচারী সত্তা আছে, আছে নিজস্ব এক লিখনভঙ্গিমা, যা পাঠককে আত্মীয়তার উঠোনে নিয়ে আসতে দেরি করে না। তাঁরাও পায়ে পায়ে বেড়িয়ে দেখতে পারেন, রিম্পি’র ছবির মতো পাঠভবন। ‘চারুর সহজপাঠ’-এ যে-নিবিড়তার স্পর্শ ছিল, এই বইতেও সেই আগল দিতে ভোলেননি রিম্পি। তাঁর সহজ, সাবলীল, স্পষ্ট গদ্যভাষায় কী সুচারু ভাবে ফুটে উঠেছে সাধারণ রোজনামচার অসাধারনত্ব, কুয়াশার মধ্যে যেমন ফুটে থাকে সেতুর কিনার। আর এইখানেই ব্যক্তিজীবনের সঞ্চয় হয়ে ওঠে সকলের সম্পদ। লেখকের পাশাপাশি মানুষটিরও অবয়ব ফুটে ওঠে এই আয়নাজলে, যে-জলে ভাসছে পাঠভবনের টুকরো টুকরো ছবি। বাংলা ভাষার একজন পাঠক হিসেবে রিম্পিকে অভিবাদন জানাই, এমন একটি গ্রন্থ আমাদের লিখে উপহার দেবার জন্য। তাঁর আগামী লেখার অপেক্ষা শুরু হলো আজ থেকেই।
- Publisher:
- Dey’s Publishing
- Publication year:
- 2025
- Language:
- Bengali
- No of pages:
- 96
- Weight:
- 0.19 kg
- Type:
- Hardcover

পঞ্চাশ বছর৷ বাংলা প্রকাশনার ক্ষেত্রে কম কথা নয়৷ এক ছাদের তলায় নিজেদের প্রকাশিত প্রায় পাঁচ হাজার টাইটেল৷ সেকাল ও একালের সব লেখক একজায়গায় একমাত্র দে’জ পাবলিশিংয়ের বইঘরে৷
কী নেই প্রকাশিত বইয়ের তালিকায়--গল্প-উপন্যাস-প্রবন্ধ তো রয়েছেই৷ আছে ছোটদের বই, কাজের বই--আরও কত কত বিষয়৷
দে’জ প্রকাশিত বই ছাড়াও ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে আরও নানা প্রকাশকের হরেকরকম বিষয়ের বই৷ যা পাঠককে মুগ্দ করবে৷ ঋদ্ধ করবে৷ জোগাবে মনের খোরাক৷
www.deyspublishing.com
#banglaboiershoppingmall #ekclickecollegestreet
Address: 13, Bankim Chatterjee St, Sealdah, College Square, Kolkata, West Bengal 700073
Phone: +91 33 22412330 / +91 33 22197920 / +91 7605010764
Email: [email protected]